

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)’র আয়োজনে “Workshop on Database of Renewable Energy” শীর্ষক কর্মশালা গত ০৩/১১/২০১৯ খ্রি: তারিখ, রবিবার, সকাল ০৯.৩০ ঘটিকায় স্রেডার সম্মেলন কক্ষ (গোমতী)-তে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্রেডার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সিদ্দিক জোবায়ের, সদস্য (অতিরিক্ত সচিব), স্রেডা, বিদ্যুৎ বিভাগ। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, সদস্য (অতিরিক্ত সচিব) প্রশাসন, স্রেডা, জনাব মোহাঃ কাওসার আলী, সদস্য (যুগ্ম-সচিব) অর্থ, স্রেডা, এবং জনাব মো: গোলাম সরওয়ার ই কায়নাত, পরিচালক (নাবায়নযোগ্য জ্বালানি), স্রেডা। কর্মশালায় প্রায় ৫৩ টি মন্ত্রণালয় থেকে মনোনয়োনকৃত প্রতিনিধি’গণ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় Database of Renewable Energy এর বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং উপস্থিত অতিথিগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ, স্রেডা, বিদ্যুৎ বিতরণ ইউটিলিসমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।